pressbd24
ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে দেশিয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লোহার রড়, একটি কাটার, তিনটি ছোরাসহ ১১টি দেশিয় অস্ত্র এবং একটি গাড়ি (কালো হাইস) জব্দ করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টারয় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিরসরাই শহিদের গ্যারেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আজ দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ;  সাদিক হোসেন ড্রাইভার (২২), মো. ইসমাইল হোসেন তুহিন (২৩), মো. ওমর ফারুক (২৪), একরামুল হক (২৭), এমরান হোসেন (২৭), আরিফুল ইসলাম প্রকাশ রিমন (২৭), খাইরুল ইসলাম (২৯), ইকবাল হোসেন প্রকাশ আক্তার (৩৫), মো. জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬),  কলিম উদ্দিন প্রকাশ কালোধন (৪২) এবং জাহাঙ্গীর আলম আজাদ (৪৫)। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রায় ২৩টি অপরাধের মামলা রয়েছে। অন্যদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আজ (সোমবার) আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।