মিরসরাইয়ে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নাফিজা জান্নাত রাখি (১৫) নামে এক কিশোরী। তবে নিখোঁজের চারদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় নিজের অবস্থান জানায় সে। তবে কোন জায়গায় রয়েছে সেটি নির্দিষ্টভাবে জানা যায়নি।
গত ৪ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয় রাখি। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাকিয়াপাড়ার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে। নিখোঁজের পর মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেন কিশোরীর বাবা নাছির উদ্দিন।
এদিকে, শনিবার বিকেলে রাখির দেয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে রাখির সদ্য বিবাহিত স্বামী দাবি করা আদর নামে এক তরুণকেও দেখা যায়। রাখি বলেন, ‘আমি আদরকে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসছি। আমাদেরকে খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।’
ভিডিও’র শুরুতে আদর বলেন, ‘আপনারা এখনও আমাদেরকে যারা খুঁজছেন, আমার ফ্যামিলি ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি- আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিয়ে করেছি। আমরা একে অপরকে ভালোবাসি।’
আদর আরো বলেন, ‘প্লিজ আমাদেরকে খুঁজবেন না। আমরা নিজেদের মতো করে ভালো আছি।’
তরুণীর বাবা নাছির উদ্দিন বলেন, ‘বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় রাখিকে অপহরণ করা হয়েছে। রাখি দশম শ্রেণিতে উঠেছে এবার। এক বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, ‘মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’