pressbd24
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ : গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পরোয়ানাভুক্ত, মাদক কারবারিসহ ৬ জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

গ্রেফতারকৃত আসামিরা হলেন : পরোয়ানাভুক্ত আসামি মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়া এলাকার জহির উদ্দিন ভূইয়া বাড়ির আবুল হাসেম ভূইয়ার ছেলে রেজাউল করিব সবুজ (৪৮), ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আবু তাহের নতুন বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৪) ও একই বাড়ির মো. সেলিম উদ্দিনের স্ত্রী লাভলী আক্তার (২৫), মাদক কারবারি মো. শাহাদাত, মো. ইলিয়াছ হোসেন ও চোর সন্দেহে আবদুর রহমান।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, মীরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন পরোয়ানাভুক্ত আসামি, দুই মাদক কারবারি ও এক চোর সন্দেহে আটক করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।