মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে অয়ন দাশ (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার মিঠাছরা এলাকায় এ ঘটনা ঘটে।
অয়ন মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূজা বাড়ির খোকন দাশের ছেলে।
তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের জেঠাতো ভাই শাওন তপু বলেন, অয়ন এসএসসি পরীক্ষায় পাশ করে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছে।
সোমবার দুপুরে নির্মাণাধীন বসতঘরে পানি দেওয়ার জন্য পানির মোটরের লাইন মন্দিরে ভিতরে চকেটে লাগানোর সময় তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে দেয়। সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।