মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওর্য়াডের খিলমুরারি গ্রামে মরহুম হাজী মনির আহাম্মদ সওঃ বাড়ীতে শুক্রবার বিকেলে আঞ্চলিক অনলাইন পোর্টাল মীরসরাই বার্তা ও প্রেসবিডি.কম পোর্টালের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাহাব উদ্দিন এঁর উদ্যোগে শীতার্ত মানুষের নিকট কম্বল ও জায়নামাজ বিতরণ করা হয়।
মীরসরাই বার্তা ও প্রেসবিডির প্রধান সম্পাদক মিঠুন দাশ ও সহ-সম্পাদক বেলায়েত হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে পত্রিকার প্রধান উপদেষ্টা মোঃ সাহাব উদ্দিন এঁর পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ শীতার্ত মানুষের নিকট এসব কম্বল ও জায়নামাজ বিতরণ করেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল রহিম তুহিন।
এসময় ৩৫ জন দুস্থ মহিলা ও ২৫ জন পুরুষসহ মোট ৫০ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে পত্রিকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাহাব উদ্দিন জানান, “সম্প্রতি দেশে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের কারণে নিন্ম আয়ের মানুষের নিকট মানবিক সহযোগিতা করার জন্য এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আগামীতে আরো প্রান্তিক পর্যায়ের দুঃস্থ মানুষ ও পথশিশুদের নিকট এসব শীতবস্ত্র বিতরণ করা হবে।
এছাড়াও আগামী সপ্তাহে আমার পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ও সুন্নাতে খাতনা অনুষ্ঠানের আয়োজন করা হবে”।