মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
এসময় অন্তত ৯০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেন- সিরাজউদ্দৌলা চৌধুরী নয়নের পুত্র ডা. স্যামনুন সিরাজ চৌধুরী রাকিবের উদ্যোগে এবং অহিদুল্লাহ উল্লাহ চৌধুরী পরিবারের সহায়তায়। ক্যাম্পে ৯ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। যারা মেডিসিন, শিশু, চর্মরোগ, গাইনী এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন।
সকাল-বিকাল পর্যন্ত চলা ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পটির আয়োজন এবং রোগীদের সেবা প্রদানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সক্রিয়ভাবে অংশ নেন। এর মধ্যে ইউসাম (ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব মীরসরাই) এর কিছু সদস্যও উপস্থিত ছিলেন।