মোহাম্মদ মাসুদুজ্জামান রাজিব,স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের মানবিক সহযোগিতায় নিখোঁজ হওয়া ৪৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন প্রভা রানী দাস নামের এক নারী ও তাঁর ৮ বছর বয়সী মেয়ে সুক্তা দাস’কে পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে অত্র থানার বারইয়ারহাট বাজার হতে একজন মানসিক ভারসাম্যহীন নারী ও তাঁর এক কন্যা শিশুকে উদ্ধার করে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের নারী ও শিশু সার্ভিস ডেস্কের হেফাজতে রাখা হয়।
মানসিক ভারসাম্যহীন নারী তাদের পরিচয় দিতে না পারায় তাঁর কন্যা শিশু’কে অত্যান্ত সু-কৌশলে জিজ্ঞাসাবাদ করে মানসিক ভারসাম্যহীন নারীর সম্ভাব্য ঠিকানা জানা যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় মানসিক প্রতিবন্ধি নারীর পরিবারকে খুঁজে বের করে। সে চট্টগ্রামের সীতাকুন্ড থানার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের নেপাল দাসের স্ত্রী। নেপাল দাস পেশায় একজন দর্জি।
রবিবার পুলিশ মানসিক ভারসাম্যহীন নারী ও তাঁর ৮ বছর বয়সী মেয়ে শিশুকে মীরসরাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী জসীম উদ্দিনের উপস্থিতিতে তাঁর স্বামী নেপাল দাসের নিকট হস্তান্তর করে। এর আগে গত ১৯ শে অক্টোবর শনিবার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক যুবককে পরিবারের নিকট হস্তান্তর করে জোরারগঞ্জ থানা পুলিশ।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, ‘নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী ও তাঁর ৮ বছর বয়সী মেয়ে শিশুকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার মতো মানবিক সেবা করা বাংলাদেশ পুলিশের রুটিন কাজের একটি অংশ।