মিরসরাইয়ের মহামায়া লেকে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে গতরাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে মহামায়া লেকে ১০-১২ জনের সঙ্গবদ্ধ দল অবৈধভাবে লেকে কারেন্ট ও ফাঁস জাল পাতার প্রস্তুতি নিলে দুষ্কৃতিকারীরা টহল দলের ইঞ্জিন বোটের শব্দ টের পেয়ে বিচ্ছিন্ন অবস্থায় ও বস্তা ভর্তি কারেন্ট জাল ফেলে লেকের পাশের পাহাড়ের গহীনে পালিয়ে য়ায়।
পরবর্তীতে তাদের ফেলে যাওয়া অবৈধ জালগুলো জব্দ করে রেঞ্জ হেফাজতে মজুদ রাখা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।