pressbd24
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে মিনি ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত : আহত ৪

অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো:নুর আলম,উপজেলা প্রতিনীধি : মিরসরাইয়ে মিনি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন একই পরিবারের ৪ জন। নিহত কিশোরের নাম শাহীন আহম্মদ (১৪)।

শনিবার (১৪ জুন) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের চিনকিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন : সিএনজি চালক বাবলু (৩০), তার স্ত্রী সুমি আক্তার (২৫), মেয়ে তানিশা (৯) ও ছেলে মনিরুল (২)।

আহত সিএনজিচালিত অটোরিকশা চালক বাবলুর স্বজন আকবর হোসেন বলেন, শনিবার বিকেলে পরিবার নিয়ে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন বাবলু।

এসময় তার সিএনজিচালিত অটোরিকশাটি চিনকিরহাট এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি বালু বোঝাই মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবলুর চাচাতো ভাই শাহীন নিহত হয়।

বাবলু, স্ত্রী সন্তান নিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্বার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে ভর্তি করায়। পরে তাদের গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফ বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ৫ জনকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। এদের মধ্যে শাহীন নামে একজন কিশোর মৃত ছিল। অন্য চার জনকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চিনকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।