বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ১ নং করেরহাট ইউনিয়নে শিক্ষা বৈঠক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়।
ইউনিয়ন আমীর মাস্টার ফখরুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা হায়দার আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলা উদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর উপর দেশের মানুষ অনেক আশা করে আছে। তাই দেশ এবং জাতিকে সঠিক পথে নেতৃত্ব দানে জামায়াতে ইসলামীর কর্মী এবং নেতৃবৃন্দকে এগিয় আসতে হবে এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার এ্যাসিসটেন্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার নুরুস সালাম, জোরারগঞ্জ থানা আমীর ও সাবেক কাউন্সিলর নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাইন উদ্দিন, থানা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল গফুর, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রহমান তেজগাঁ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আলী আকবর, ইউনিয়ন এ্যাসিসটেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন।