স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে গত বৃহস্পতিবার চীনা কোম্পানি এসবিএস জিপার কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটির গ্লোবাল সিইও মিঃ শু জিয়াং মেং এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক। এসবিএস জিপার এঁর জেনারেল ম্যানেজার মোঃ শাহনেওয়াজ জানান, আমাদের কোম্পানী মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৩ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ পেয়েছে।
এখানে এসবিএস জিপার কোম্পানি বছরে ২৭১ মিলিয়ন পিস মের্টাল, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের জিপার তৈরি করবে। আশা করছি ২০২৫ সালের শেষের দিকে আমাদের প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।
এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিঃ শেন ওয়েইফং, শু কোনিংবোসহ শিল্প প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা, বেপজার কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।