pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুহুরি প্রজেক্ট বায়ু বিদ্যুত প্রকল্পের যন্ত্রাংশ লুটের দায়ে তিনজনকে আটক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর সোনাগাজীতে বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্পের যন্ত্রাংশ লুটের দায়ে তিনজনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে উপজেলার থাকখোয়াজের লামছি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোট বড় ঢালি এবং একটি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন- মোস্তফা আলীর ছেলে আবদুল্যাহ (২১), আবদুল ফজলুর ছেলে খলিল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে রফিক (৩৮)। তারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নম্বর সোনাগাজী ইউনিয়নের মুহুরি প্রজেক্ট এলাকায় ২০০৪ সালে পরীক্ষামূলক নয় মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সম্পন্ন বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্প ভারতের একটি কোম্পানির মাধ্যমে স্থাপন করে তৎকালীন সরকার। যার ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা। ওই প্রকল্পে চারটি বড় পাখা টাওয়ার রয়েছে। ত্রুটিপূর্ণ কাজের কারণে প্রকল্পটিতে আশা অনুরূপ উৎপাদন না হওয়ায় দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে আন্তঃজেলা ডাকাতদলের একটি গ্রুপ তিন নম্বর টাওয়ারের ট্রান্সফারসহ কয়েকটি যন্ত্রাংশ লুট করে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা লুট হওয়া মালামালসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।