pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মূল্যস্ফীতি সহনীয় হতে অন্তত একবছর সময় লাগবে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনা হবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ১০ থেকে ১২ মাস সময় লাগবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।

গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর সকল তথ্য-উপাত্ত যাচাই করা হবে। এর ফলে ব্যাংকগুলো থেকে কারা অর্থ নিয়ে গেছে তা বের হয়ে আসবে। এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপ ও আমেরিকার কাছ থেকে রাজনৈতিক সাহায্য নেওয়া হবে। এ সময় আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তাছাড়া, নির্বাচিত সরকারের জন্য একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যেতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলু-পেঁয়াজের দাম প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার কারণে সময়মতো আলু ও পেঁয়াজ উৎপাদন করা যায়নি। এ কারণে দামটা বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।