pressbd24
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ; গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজীপুর আলম বাজার কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোরশেদ রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন ; ১. মো. মাসুদ রানা (২৩), পিতা মো. মোয়াজ্জেম আলী, গ্রাম নিশিপুর ক্যাম্পপাড়া, ২. মো. জুনায়েদ আলী (২৩), পিতা মোঃ মঙ্গল আলী, গ্রাম কাজিপুর (বুড়িপোতা পাড়া)

বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের মাধ্যমে খবর পেয়ে বিজিবির টহল দল কাজীপুর আলম বাজার কবরস্থান এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাসুদ রানা ও জুনায়েদ আলীকে আটক করেন। তবে তাদের সহযোগী সুমন আলী (২২) ও মোঃ মানিক মিয়া (২৮) পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে মাসুদ রানার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম হেরোইন এবং জুনায়েদ আলীর বাম পকেট থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং ট্যাপেন্টাডলের মূল্য প্রায় তিন হাজার টাকা।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। একটি TVS Apache RTR 160 এবং অন্যটি TVS Apie KIN মডেলের মোটরসাইকেল বলে জানা গেছে।

বিজিবির উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পলাতক আসামীদের সহযোগিতায় হেরোইন ও ট্যাপেন্টাডল বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

আটক দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (৫ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাজীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।