আটককৃতরা হলেন: তানভীর হোসেন (২৩), আশরাফুল ইসলাম (১৭) ও রায়হান সরদার (২৯)।
আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ছিনতাই করা মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) লালবাগের শহীদ নগর ও গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকেলের দিকে লালবাগ মঙ্গলী মেলায় যাওয়ার সময় শহীদ নগর এলাকা থেকে আশাদ বেপারী নামের এক ব্যক্তির মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারীরা।
এ ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) তিনি লালবাগ থানায় একটি মামলা করেন।
লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে ছিনতাইকারী চক্রের সদস্যদের অবস্থান সনাক্ত করা হয়।
এরপর লালবাগ থানার একটি টিম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের তানভীর হোসেন ও আশরাফুল ইসলামকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের অপর সদস্য রায়হান সরদারকে গ্রেফতার করা হয়।
আটকের পর রায়হানের কাছ থেকে বাদী মো. আশাদ বেপারীর ছিনতাইকৃত মোবাইল ফোনসহ বৈধ কাগজপত্র ছাড়া আরও নয়টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের তানভীর ও আশরাফুলসহ পলাতক অন্যরা রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল ফোন ছিনতাই করতেন। তারা ছিনতাই করা মোবাইল ফোনগুলো রায়হান সরদারের মাধ্যমে বাজারে বিক্রি করতেন।
আটককৃদেরকে লালবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।