pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২০

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ভাঙচুর করা হয়েছে যানবাহন।

বুধবার (১১ ডিসেম্ববর) সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মঞ্জুরের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। বিএনপি নেতারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদে অফিস করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বাধা দেয়।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বুধবার সন্ধ্যায় আবারও ইউপি চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে গেলে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহিউদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আহত করেছে। এছাড়া তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন মহিউদ্দিন।

সংঘর্ষের ব্যাপারে জানতে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মঞ্জুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকরা জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর আগে হামলা করে। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বুধবার চেয়ারম্যান পরিষদে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সন্ধ্যায় চেয়ারম্যানের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবার সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।