রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮৬০ বোতল ফেনসিডিল ও পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার নাম আব্দুল কাদের (৩৪)।
রোববার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ও লালবাগ জোনাল টিম।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয় ও একটি প্রাইভেটকারের পেছনের ডালায় মধ্যে থেকে চারটি বস্তায় রক্ষিত অবস্থায় মোট ৮৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। আব্দুল কাদের আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।