pressbd24
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্রসংগীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত, পাপিয়া সরোয়ারের অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের বড় বোনের মেয়ে অভিনয়শিল্পী শম্পা রেজা।

জানা গেছে, তিনি কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন। চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এর আগে কয়েক দিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শম্পা রেজা জানান, পাপিয়া সারোয়ারের দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবরে দুজনেই দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

বরিশালে জন্ম পাপিয়া সরোয়ারের। ছায়ানটে ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে সংগীতে তালিম নেন। এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে দীক্ষা নেন এ গায়িকা। পরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে স্নাতক করেন।

সংগীতে অবদান রাখায় ২০২১ সালে একুশে পদক পান পাপিয়া সরোয়ার। এর আগে ২০১৫ সালে লাভ করেন বাংলা একাডেমি ফেলোশিপ।

এছাড়া ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তবে রবীন্দ্রসংগীতশিল্পী হলেও সাধারণ শ্রোতাদের মাঝে তাকে পরিচিতি এনে দেয় ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।