pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে পুলিশের ওপর হামলা, আহত ৩

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজানে মামলার আলমত উদ্ধারের সময় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাত ১২টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন, চিকদাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের, গাড়ি চালক কনস্টেবল রাসেল দে, কনস্টেবল শাহরিয়ার।

সিআইপি ইয়াছিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাট সংক্রান্ত করা একটি মামলার আলামত উদ্ধার করতে গেলে ফোরকানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ পুলিশের। ফোরকান ওই এলাকার সালমানের ছেলে ও বিএনপি’র কর্মী বলে জানা গেছে।

বর্তমানে ওই এলাকায়  থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় উপ-পরিদর্শক আবদুল কাদের বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘জানিপথর এলাকায় মামলার আলামত উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসী ফোরকানের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩০-৪০ জন সন্ত্রাসী পুলিশের গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। তাছাড়া থানার পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।