দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে ডিবি’র ওয়ারী বিভাগ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
আসামিরা হলেন : রাকিব হোসেন আরিফ (১৯), রাহাত (১৯), আরিয়ান আহমেদ (২০) ও তানভীর (১৯)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো স্টিলের কাঁচি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ডিবির কাছে খবর আসে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে টিকাটুলি এলাকার সায়েদাবাদগামী রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ছিনতাইকারীদের গ্রেফতারে সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ছিনতাইকারী চক্রের রাকিব, রাহাত, আরিয়ান ও তানভীরকে গ্রেফতার করা হয়।
আটককের পর তাদের দেহ তল্লাশী করে রাকিবের কাছ থেকে একটি ধারালো স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।
আটককৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পথচারীদের গতিরোধ করে ধারালো কাঁচির ভয় দেখিয়ে তাদের নিকট থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতো। ঘটনার সময় তারা ছিনতাই করার জন্য সেই স্থানে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।