রাজধানীর আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে যুবকের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন : আলমগীর (২৬), শাহজাহান (৩৩), তরিকুল ইসলাম (১৯) ও রাহাত হোসেন (১৮)।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি দুপুরে রাজধানীর আদাবরের ১০নং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির এলোপাতাড়ি আঘাতে সুমন শেখ নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে, এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি।
শুক্রবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন সেই গ্রুপের আরও তিনজনসহ মোট চারজনকে আটক করেছে ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।