রাজধানীর গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।