pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর অটোরিকশা চালকদের হামলা

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশে যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

চলতি মাসের শুরুতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী ট্রাফিকে যুক্ত হয়। এই সময়ে তারা সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি অবৈধ গাড়ি জব্দে পুলিশকে সহযোগিতা করেন। আর এতেই শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

তারা বলছেন, রাস্তায় শিক্ষার্থীরা অটোরিকশা ধরে ব্যাটারি খুলে রেখে দেয়। ব্যাটারির সঙ্গে সংযুক্ত তার ছিড়ে ফেলে। ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশের পরের দিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকাজুড়ে আন্দোলনে নেমেছেন চালক, মালিকসহ এই খাতের সংশ্লিষ্টরা।

রাজধানীর মহাখালীতে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়েছেন অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করেন অটোরিকশা চালকরা।

তাদের অভিযোগ ওই শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে মিলে তাদের গাড়ি ধরেছিলো। তাই তাকে একা পেয়ে মারধর করেন ক্ষুব্ধ অটোরিকশা চালকরা।  মারধর করার পর চলে যাওয়ায় আহত ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলা যায় নি।

এরপর আরও কয়েক দফা শিক্ষার্থীদের লক্ষ্য করে ধাওয়া দেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

এ দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অভিযোগ শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছে। শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন বলে দাবি করেন মো. মামুন (৩০) ও আলী মিয়া (৬৬) দুই অটোরিকশা চালক।

তারা জানান, মোহাম্মদপুরের ময়ূর ভিলা ভবনের সামনে ২০/৩০ জন শিক্ষার্থী তাদের ওপর হামলা করেছেন। এতে তারা আহত হয়েছেন।

আন্দোলনরত অটোরিকশা চালকদের ওপর হামলার খবরে কাদেরাবাদ হাউজিং এলাকায় মকবুল কলেজ ও আশেপাশে মহড়া দেয় আন্দোলনরতরা। পরে মোহাম্মদপুর থানা পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

দুপুর আড়াইর দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, বেড়িবাঁধ চার রাস্তার মোড়, ঢাকা উদ্যান, শিয়া মসজিদ, রিংরোড, শ্যামলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।