রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারী আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- আবু জাফর (৩২), রনি (১৯) ও শাওন (১৯)।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করা হয়।
রোববার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
র্যাব-২ জানায়, মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেই স্থান গুলোতে র্যাব-২ এর টিম অভিযান চালায়।
এসময় ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ০২টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।