স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে বিরল প্রজাতির তক্ষক পাচারকালে চারজনকে আটক করেছে বন বিভাগ ও বিজিবি ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে আটক ব্যক্তিদের খাগড়াছড়ির বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন : মো. আলী আযম (৩০), মো. ইমরানুল ইসলাম (৩৪), মো. রুবেল মোল্লা (৩৬), মো. রাসেল সরকার (৩২)।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বন বিভাগ ও বিজিবি অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার এবং চারজন আসামিকে আটক করে কোর্টে পাঠিয়েছে। কোর্ট তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং চারজনকে জেলে প্রেরণ করেছেন।
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে তক্ষক অবমুক্ত করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, এ বন্যপ্রাণীগুলো সংরক্ষিত, এরা বনে থাকবে। এদেরকে কেউ মারতে পারবে না, ধরতে পারবে না এবং পাচার করতে পারবে না। বন্যপ্রাণী পাচার দণ্ডনীয় অপরাধ।