স্টাফ রিপোর্টার : অস্ত্র মামলায় ১৫ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হেলাল উদ্দিন তসলিম (৪৪)’কে দীর্ঘ ০৯ বছর পর সাভার মডেল থানার রাজাবাড়ি এলাকা হতে র্যাব-৭ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ফেনীর পরশুরাম থানার অস্ত্র আইনে করা এক মামলার পলাতক আসামি ঢাকা জেলার সাভার মডেল থানার রাজাবাড়ি এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-৪, মিরপুরের যৌথ আভিযানিক দল রবিবার বিকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ হেলাল উদ্দিন তসলিম’কে (৪৪) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
সে ফেনীর ফুলগাজী থানার উত্তর শ্রীপুর গ্রামের বেলাল চৌকিদারের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে ফেনীর ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।