স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল থানার আলোচিত হত্যা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মিজান’কে (১৯) গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলার সদর থানার কলেজ গেইট এলাকা হতে অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃত মিজান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মাগুড়জোড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।