pressbd24
ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের পৃথক তিন অভিযানে ক্রিস্টাল মেথ, হেরোইন ও গাঁজা উদ্ধার; গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও ও কোতোয়ালী থানা এবং ফেনী সদর মডেল থানা এলাকায় শুক্রবার র‍্যাবের পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার রাহাত্তার পুল সোনাপুকুর পাড় এলাকা হতে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার মৃত হাকিম শরীফের ছেলে মনজুর আলম (২৮) নামের এক রোহিঙ্গার হাতে থাকা ১টি শপিং ব্যাগ হতে বিশেষ কৌশলে রাখা ৩১৫ গ্রাম মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধারপূর্বক আসামিকে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার গোয়াল পাড়া এলাকায় নিজাম উদ্দীন খাঁন এর ডুপ্লেক্স বাড়ীর ২য় তলায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে ডুপ্লেক্স বাসার একটি কেবিনেটের ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো বিশেষ কৌশলে রাখা ৯৪ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার গোলায়পাড়া গ্রামের মৃত মোঃ হাবীব খাঁনের ছেলে নিজাম উদ্দিন খাঁন’কে (৫৭) গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ফেনী মডেল থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের বাসে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার ঈদগাহ থানার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ বাবু’কে (১৮) গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। পরে আসামির দেওয়া তথ্য মতে বাসের মালামাল বহন করার বক্সের ভিতর ০১ টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রাখা ১৫ কেজি গাজাঁ উদ্ধার করে র‍্যাবের আভিযানিক দল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, কোতোয়ালি এবং ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।