pressbd24
ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে: প্রেস সচিব শফিকুল আলম

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

যারা লিফলেট বিতরণ করবেন তাদের আটক করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, লিফলেটে যা লেখা হচ্ছে তা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকিস্বরূপ। স্বৈরাচারের দোসররা অনেক কিছু করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, তারা অনলাইনে মিস ইনফরমেশন দিচ্ছে। অতীত স্বৈরাচারকে তারা এখনো বলছে প্রাইম মিনিস্টার। এগুলো আমরা দেখেছি, মনিটর করছি।

যারা লিফলেট বিতরণ করবেন, এ ধরনের কর্মসূচিতে যাবেন তাদের আটক ও আইনের আওতায় আনা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি জানান, লিফলেট বিতরণকালে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছিল ঢাকা শহরে তারা ৭০টি স্থানে লিফলেট বিতরণ করবে। তারা মাত্র তিনটা জায়গায় লিফলেট বিতরণের চেষ্টা করেছে। সেখানে তাদের আটক করা হয়েছে।

তারা অনলাইনে অনেক কিছু নিরূপণ করছেন। পালিয়ে থেকে এ ওনাকে দেন ও তাকে দেন, এখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গে, সেখান থেকে আমেরিকায়, ওদের কাজই হচ্ছে অনলাইনে।

তিনি বলেন, চুরির টাকাতো কোনো না কোনো ভাবে ব্যয় করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।