স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে এ ফলাফল ঘোষণার পর কৃতকার্যদের মুখে হাসির উচ্ছ্বাস ও অকৃতকার্য শিক্ষার্থীদের মাঝে হতাশা দেখা গেছে।
এবারের এসএসসি পরীক্ষায় ফেনীর ১৮৬টি স্কুল থেকে শিক্ষার্থীরা অংশ নিলেও শুধুমাত্র ৬টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করে রেকর্ড গড়েছেন।
বিগত বছরগুলোতে ফলাফলে এবং শতভাগ পাশের তালিকায় ১ নম্বর স্থানে থাকা ফেনী গালস ক্যাডেট কলেজ এবার শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের তালিকায় ৩ নাম্বারে চলে গিয়েছে। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩২৪ শিক্ষার্থীর মাঝে ২৩৩ জন জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাশ করে জেলায় ১ নাম্বার স্থান অধিকার করেছেন।
ছাগলনাইয়া উপজেলার করইয়া বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ জন জিপিএ-৫সহ সবাই কৃতকার্য হয়ে জেলায় ২নং স্থান অধিকার করেছে।
ফেনী গালস ক্যাডেট কলেজ থেকে এবার ৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জন জিপিএ-৫ অর্জনসহ সবাই কৃতকার্য হয়ে জেলায় ৩ স্থানে নেমেছে বিশেষায়িত এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
শতভাগ কৃতকার্য স্কুলের তালিকায় থাকা ফেনীর পুলিশ লাইন্স স্কুলের ৩৮ জন শিক্ষার্থীর মাঝে ১৮ জন জিপিএ-৫, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ১৩ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে।
এছাড়াও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ৮ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ-৫সহ সবাই কৃতকার্য হয়ে জেলার সেরা প্রতিষ্ঠানের তালিকায় উঠেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিউল্লাহ বলেন, ফেনীর কোনো মাদরাসায় শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি। তবে জেলার ৬টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ কৃতকার্য হয়ে গৌরব অর্জন করেছে।
শতভাগ কৃতকার্য হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই।