হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টি চার্জার লাইটের ব্যাটারির ভেতরে লুকানো অবস্থায় ২ কেজি ১শ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টম হাউজের কমিশনার জাকির হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দরে কাস্টমসের ‘ডি শিফট’ চলাকালে শনিবার সকাল ৬ টার দিকে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের (ফ্লাইট জে-৯৫৩৩) সজিব হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।