pressbd24
ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পেট থেকে বের হলো ৩৫৮৮ পিস ইয়াবা!

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল বিমানবন্দরে পলাশ (২৮) নামে এক যাত্রীর পেট থেকে ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি শিহাব কায়সার খান।

তিনি জানায়, সোমবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে পলাশ ঢাকা আসেন।

এসময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার পেটে বিপুল ইয়াবা রয়েছে বলে জানায়। এরপর তাকে এপিবিএন অফিসে নিয়ে আসা হলে এয়ারপোর্টের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করেন। তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে।

সবশেষে গতকাল মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়।

এগুলো খোলা হলে ৭৮টি পোটলা থেকে ৩ হাজার ৫৮৮ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটক হওয়া পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান বলেন, পলাশকে আমরা সোমবার আটক করলেও গতকাল তার পেটে থাকা ইয়াবাগুলো বের করতে সক্ষম হয়েছি।

এসব কাজ করতেই ভোর হয়ে গেছে। ফলে আজ বুধবার এ বিষয়ে বিরুদ্ধে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।