pressbd24
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীতের তীব্রতার কারণে কম্বল উপহার দিল জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

শীতের তীব্রতার কারণে রংপুরসহ উত্তরের বিভিন্ন জেলা-উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে সিটি করপোরেশন এলাকার ১৯, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর জুম্মাপাড়া আল হেরা ইন্সটিটিউট মাঠে শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

২৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মজিদ মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

বিশেষ অতিথি ছিলেন- রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ।

শীত নিবারণে কুয়াশামাখা সকালে উষ্ণতার কম্বল পেয়ে খুশি অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।