pressbd24
ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীতে বিপর্যস্ত পঞ্চগড় ; আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায়

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় তুষারপাতের মতো ঝরছে শিশির। ৬ ডিগ্রির তাপমাত্রার ব্যবধান হয়েছে দিনে-রাতে। সূর্যের দেখা মিলছে না পাঁচদিন ধরে। কুয়াশার পাশাপাশি মেঘে থাকায় হিমেল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতিতে উত্তরের জেলা পঞ্চগড়। দুর্ভোগে পরেছে নিম্ন আয়ের মানুষগুলো।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় তাপমাত্রার রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও দিনের তাপমাত্রার ব্যবধান মাত্র ৬ ডিগ্রি।

আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা যায়নি সূর্যের মুখ। এভাবেই চলছে গত পাঁচদিন ধরে। মেঘলা আকাশ ও মাঝারি কুয়াশায় ঝরছে বৃষ্টির মতো শিশির। এতে করে উত্তরের এই প্রান্তিক জেলার মানুষের সঙ্গে দুর্ভোগে পড়েছে অবলা পশু-প্রাণিরাও। প্রাণীদের গায়ে চটের বস্তা ও পুরোনো কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাতে দেখা গেছে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষদের।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টির মতো শিশির পড়ছে। প্রয়োজনের বাইরে অর্থবিত্তরা ঘর থেকে বের না হলেও পেটের তাগিদে দেরিতে কাজে যেতে দেখা গেছে ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষদের। যাদের দৈনিক আয়েই চলে পরিবার। এ শ্রেণির মানুষগুলোর চোখে-মুখে দেখা গেছে আয়-রোজগার কমে যাওয়ার হতাশা।

ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছেন তারা।

এদিকে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য শীতজনিত রোগব্যাধি। প্রতিদিন জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় জমাচ্ছেন রোগীরা। জেলার হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন নারী, শিশু ও পুরুষ মিলে অন্তত ৪০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

তাদের মধ্যে বেশির ভাগই ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশ ও মাঝারি কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্য। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় তাপমাত্রার রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও দিনের তাপমাত্রার ব্যবধান মাত্র ৬ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত দুইদিন ধরে সকাল-বিকেল তাপমাত্রায় বিপর্যস্ত পরিস্থিতিতে উত্তরের এ জেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।