সন্ত্রাস, খুন, চাঁদাবাজী, দখলবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই পৌরসভা বিএনপি।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌরসভা বিএনপির আহবায়ক মহি উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামসেদ আলম, খায়ের উল্লাহ, ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- মীরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন উর রশীদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর বাদশা, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শামসুল আলম লাতু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল, শেখ আহম্মদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রুহুল আক্তার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল হোসেন সাইফুল, পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন, মাসুম, সাদ্দাম, পৌরসভা মহিলাদলের আহবায়ক নাজনিন আক্তার মৌসুমী, সদস্য সচিব আবিদা সুলতানা, সদস্য মেরিনা।
সমাবেশ থেকে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজীর বিরুদ্ধে নিজেদের অবস্থান ঘোষণা করেন। যারা বিএনপির নাম দিয়ে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।