স্টাফ রিপোর্টার : সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের মহাসমাবেশে বক্তব্য দেওয়া শেষে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।
এর আগে, বিকেলে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেয়া শুরু করেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে উঠেন।
মিনিট দুয়েকের মধ্যে ডা. শফিকুর রহমান আবার বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এসময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন। তবে একটু পরই তিনি আবার পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।
ডা. শফিকুর রহমান যখন মঞ্চে দ্বিতীয়বার পড়ে যান, তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পান, জামায়াত আমির বসে থেকেই বক্তৃতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পরপরই বসে বক্তব্য দেওয়া শুরু করেন ডা. শফিকুর রহমান।
এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন। জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি।