রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সাইকেল চালানোর জন্য বের হয়েছিল ইশান (১৪)। কিন্তু আর বাসায় ফেরেনি।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সে বের হলেও এখনো তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানা গেছে।
ইশানের পরিবার সূত্রে জানা গেছে, সে কথা বলতে পারে না। তবে কানে শুনতে পায়। তার বোধ-বুদ্ধি সবই ঠিক আছে।
ভুক্তভোগী ইশানের বাবা আহসান হাবিব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার।
তিনি বলেন, আমার ছেলে ইশান গতকাল বিকেল আনুমানিক তিনটায় সাইকেল চালাতে বের হয়। এরপর সাইন্স ল্যাবরেটরি থেকে হারিয়ে যায়। তার বয়স ১৪ বছর। সে কথা বলতে পারে না। কিন্তু কানে শুনতে পারে। আমরা অনেক জায়গায় খোঁজাখুজি করেছি। কিন্তু কোথাও সন্ধান পাইনি। পরে নিউমার্কেট থানায় একটি জিডি করা হয়েছে, জিডি নম্বর: ১৩৭৯।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নম্বরে (01855950626, 01829418837) যোগাযোগের অনুরোধ জানিয়েছে ইশানের পরিবার।