pressbd24
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিএমপির ১৬ থানার ওসি বদলি

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঠানো হয়েছে পাঁচলাইশ মডেল থানায়। সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে দেওয়া হয়েছে বন্দর থানা।

বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায় এবং পাঁচলাইশ থানার মোহাম্মদ সোলাইমানকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়।

চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানায়। খুলশী থানার ওসি শাহীনুর আলম যাচ্ছেন কর্ণফুলী থানায়।

ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায় এবং হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়।

আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে দেওয়া হয়েছে সদরঘাট থানা। পাহাড়তলী থানার ওসি মো. জামির হোসেন জিয়া যাচ্ছেন ডবলমুরিং থানায়।

কর্ণফুলী থানার মো. জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে খুলশী থানায় এবং বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ যাচ্ছেন পতেঙ্গা থানায়।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ।

এই রদবদলে ইপিজেড থানায় নতুন ওসি হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

তথ্যটি  নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘নির্দেশনাটি সঠিক। প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং শহরের নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।