pressbd24
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিতাকুন্ডের বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় ভাটিয়ারীতে মহাসড়কে অবরোধ,আগুন!

অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সিতাকুন্ডে ভাটিয়ারি এলাকায় বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এতে সড়কের দুপাশে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে বিএনপি নেতাদের মনোনয়ন ঘোষণার পর থেকে আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করে। এর ফলে যানজটের পাশাপাশি রাস্তার পাশের দোকান ও বিভিন্ন ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা ভাঙচুরের আশঙ্কায় আতঙ্কিত হয়েছেন।

যানজটের ভোগান্তি সম্পর্কে এক যাত্রী অপু বলেন, বিএনপির নেতাকর্মীরা অবরোধ করে রাস্তা পুরো ব্লক করে দিয়েছে। তারা কেন কি করছে তা আমি জানি না। কিন্তু আমার নাইট শিফটের ডিউটি আছে। সময়মতো যেতে না পারলে সমস্যা হবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা সড়ক অবরোধ করেছে।

আমাদের টিম ঘটনাস্থলে আছে। তাদের সঙ্গে কথা বলে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।