সিরাজগঞ্জ সদর উপজেলায় আট কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন – কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী (৫২) ও তার স্ত্রী হাওয়ানুর বেগম (৪২)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে সয়দাবাদের কড্ডার মোড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় ইউসুফ ও তার স্ত্রী আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন।
আটকদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।