সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা দুই পিকআপ ভর্তি ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ।
এসময় দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরাণ থানার মুরাদপুর পয়েন্ট থেকে কমলা ভর্তি পিকআপ দু’টি আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটলিহাই গ্রামের আবদুন নূরের ছেলে আবুল হাসনাত (৪২) ও একই উপজেলার লাফনাউট গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইমন আহমদ (২২)।
শুক্রবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে তারা সীমান্ত থেকে কমলার চালানগুলো সিলেট শহরে নিয়ে আসছিল। তাদের সাথে চোরাকারবারে আরও লোকজন জড়িত রয়েছে। দুই পিকআপ থেকে ১৭০ ক্যারট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে। যার ওজন ৩ হাজার ৫৭০ কেজি ও যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।