pressbd24
ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শুল্ক ফাঁকি দেওয়া ১৭০ ক্যারেট ভারতীয় কমলা ভর্তি দু’টি পিকআপ জব্দ; গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা দুই পিকআপ ভর্তি ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ।

এসময় দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরাণ থানার মুরাদপুর পয়েন্ট থেকে কমলা ভর্তি পিকআপ দু’টি আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটলিহাই গ্রামের আবদুন নূরের ছেলে আবুল হাসনাত (৪২) ও একই উপজেলার লাফনাউট গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইমন আহমদ (২২)।

শুক্রবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে তারা সীমান্ত থেকে কমলার চালানগুলো সিলেট শহরে নিয়ে আসছিল। তাদের সাথে চোরাকারবারে আরও লোকজন জড়িত রয়েছে। দুই পিকআপ থেকে ১৭০ ক্যারট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে। যার ওজন ৩ হাজার ৫৭০ কেজি ও যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।