স্টাফ রিপোর্টার ; সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনার চালান জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। সোনা চোরাচালানে জড়িত দু’জন যাত্রীকে আটক করা হয়েছে।
সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার পুর্ববাইট গ্রামের আলাউদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৬)।
আটককৃতরা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব সোনা নিয়ে আসছিলেন।
সিলেট বিমানবন্দরে এনএসআই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ এর দু’জন যাত্রীর লাগেজ থেকে ১২০টি সোনার বার ও ৪টি সোনার পেষ্টের চাকা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত সোনার মোট ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।