সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে ধারণা পুলিশের।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিকী। তিনি জানান, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় ঢাকামুখী রেলপথে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি এখনো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।