স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সীতাকুন্ড সার্কেলের জঙ্গল ছলিমপুর এলাকায় আধিপত্য বিস্তার দ্বন্দ্বের জেরে মীর আরমান হোসেন (৫০) নামে এক বিএনপি নেতাকে বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জানা যায়, তিনি জঙ্গল ছলিমপুর ৪নং সমাজের বাসিন্দা ছিলেন এবং সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। শুক্রবার সকালে গণমাধ্যমে এঘটনার সত্যতা নিশ্চিত করেন সীতাকুন্ড সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ির কাছাকাছি এলাকায় নিহত বিএনপি নেতা আরমানের মুঠোফোনে কারো একটা কল আসে। সেই কল রিসিভ করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায় এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।