pressbd24
ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুন্ডের বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা বিএনপি’র সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি আল আামিন এবং তাঁর সহযোগী মোঃ জসিম’কে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৭, র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নিশ্চিত করেন সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মীর আরমান হোসেন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

গত ০২ জানুয়ারি সন্ধ্যায় ১৭৫৭ ঘটিকায় ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনে আল আমিন নামের এক ব্যক্তি ভিকটিমকে তাঁর বসত ঘর থেকে স্থানীয় বাজারে ডেকে নিয়ে যান। পরবর্তীতে রাত আনুমানিক ১৮৪০ ঘটিকায় আল আমিন এবং তাঁর অন্যান্য সহযোগীরা ভিকটিমকে সীতাকুন্ডর জঙ্গল সলিমপুর আর্মি ইসমাইল গলির কাঁচা রাস্তায় নিয়ে পূর্বপরিল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ভিকটিমের ডান পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় চট্টগ্রামের সীতাকুন্ড থানায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নামে এজাহার ও অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে গত ০৭ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করে।

এবিষয়ে র‍্যাব জানায়, আলোচিত ও চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৭ চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ চট্টগ্রাম জানতে পারে এ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ আল আমিন কুমিল্লা জেলার লাকসাম থানার কাগইয়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এবং র‌্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক গত বৃহস্পতিবার ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আল আমিন’কে (২৮) গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। সে চট্টগ্রামের সীতাকুন্ড থানা জঙ্গল সলিমপুর এলাকার মোঃ ফয়েজ সিলেটি ফয়েজের ছেলে। পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য মতে এ মামলার ৩ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন ভুট্ট’কে (৩৫) ভোলা জেলার লালমোহন থানা এলাকা হতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-৮ বরিশাল এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করে হেফাজতে নেয়। সে চট্টগ্রামের সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার কালা মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা এ মামলার এজাহারনামীয় পলাতক আসামি এবং এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।