
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সুন্দরবনের নন্দবালা খাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মারুফ আহমেদ শৌখিন।
আটক আসামি আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মারুফ আহমেদ শৌখিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে এক ব্যক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে বনাঞ্চলে প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিকে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                 
                                 
                                 
                                