নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ভোরে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের এসআই মালমগীর হোসেনের নেত্বতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে রিফাত (২০), একই এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে এনামুল হক(১৯)।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের এসআই মালমগীর হোসেনের নেত্বতে সঙ্গীও ফোর্স নিয়ে সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।