pressbd24
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

দুপুরে উপজেলার হরিণখোলা মনতলা সড়কে সিএনজি যাত্রী আ. মান্নান আবু মিয়ার (৭০) বুকে বাঁশ ঢুকে তার করুণ মৃত্যু হয়েছে।

তিনি হরিণখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

এছাড়া মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান আমতলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভাবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান মিয়াসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে সাতছড়ি বনে ঘুরতে যান। বিকেলে ফেরার পথে সুরমা চা বাগান আমতলি এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরফান মিয়া ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।