pressbd24
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ১৭ কেজি গাঁজা উদ্ধার : কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে ১৭ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (২২) নামে এক কারবারি গ্রেফতার হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে সোমবার দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের পূর্ব তিমিরপুর নামক স্থানে চেকপোস্টে ডিউটি করাকালীন হবিগঞ্জ সদরের দিক থেকে নবীগঞ্জগামী একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়ানোর জন্য সংকেত দেয়। এতে গাড়িচালক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি সড়কের ওপর রেখে পলায়নের চেষ্টাকালে রিপন মিয়া আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়- গাড়ির ডালার নিচে গাঁজা রয়েছে। ১টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর খাকী রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজাসহ তাকে   আটক করা হয়।

পলাতক ব্যক্তিসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।