pressbd24
ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনাসহ; গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,প্রেসবিডি২৪ : রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ১২ (বার) কেজি সোনাসহ এক মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়। তার নাম চো ইয়ো চার।

এনএসআই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকায় নামেন ওই যাত্রী। এরপর ভিসা অন এরাইভাল এলাকায় এলে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই সদস্যরা তাকে নজরদারি করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার সন্দেহে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে আর্চওয়ে মেশিনে তার শরীর স্ক্যান করলে শার্টের নিচে ভেস্টের ভেতর সোনার উপস্থিতি টের পাওয়া যায় এবং তার শরীরে তল্লাশি চালিয়ে ১২ (বার) টি সোনার বার উদ্ধার করা হয়। যার প্রতিটির ওজন ১ কেজি করে মোট ১২ (বার) কেজি এবং আনুমানিক বাজারমূল্য চৌদ্দ কোটি ৪০ লক্ষ টাকা।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।